ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
"মুছে ফেলি ঘৃণা বৈষম্য দ্বন্দ্ব বিদ্বেষ গড়ে তুলি সম্প্রীতির বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মিডিয়াকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সমাজ গড়ি প্রকল্পের আওতায় এক সমন্বয় সভা ও গবেষণা প্রতিবেদন শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলিসহ সাবরাং, টেকনাফ সদর ও হ্নীলা ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় উন্নয়ন প্রকল্পের ধারণা বিষয়ে উপস্থাপনা করেন ব্রাক ঢাকা সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী সমন্বয়ক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
ব্রাক সামাজিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগীতায় উখিয়া-টেকনাফে দুই উপজেলায় ১১ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় দিয়ে মানবিক সহযোগিতা করছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের কারণে স্থানীয় জনগণ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে উত্তেজনা তৈরী হয়েছে এবং ক্রমশ বৃদ্ধির পাশাপাশি নারীর সহিংসতা, নারী নির্যাতন ইত্যাদি স্থানীয় জনগণের মধ্যে সংহতি ঐক্য ও অসামাজিক সম্প্রীতিকে শক্তিশালী করা বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাছান শফিক ও ব্রাকের গবেষক নাহিদা ছিদ্দিকী।মতামত মূলক আলোচনা করেন উপজেলা পঃ.পঃ কর্মকর্তা শ্রতিপূর্ণ চাকমা, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা শ্যামল বড়ুয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, একলাব এর প্রভোস্ট ম্যানেজার নুরে আলম মিলন প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.