বিনোদন ডেস্ক:
পশ্চিমবঙ্গে চলচ্চিত্রের বড় উৎসবটিই স্থগিত হয়ে গেল করোনার প্রকোপে। কিছুদিন ধরে একের পর এক তারকা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল, এরই পর এ ঘটনা।
আনন্দবাজার পত্রিকা জানায়, করোনা আক্রান্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী। আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও।
এ বিষয়ে রাজ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। দুজনের আলোচনার পরে মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঠিক হয় আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হবে।
এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল, নন্দনের তরফে মিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন-সহ অনেকে।
কথা ছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের। মঙ্গলবার শিশির মঞ্চে সাংবাদিক সম্মেলনে মমতার সেই নির্দেশই বহাল ছিল। সেই বৈঠকে থাকতে পারেননি বিধায়ক-পরিচালক রাজ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রচার কমিটির তরফে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীও।
বেশ জমকালো আয়োজনে প্রতি বছর বসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উঁৎসবের আসর। এতে যোগ দেন বলিউডের নামি তারকারাও।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.