ভয়েস প্রতিবেদক:
উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় কন্দ্রেে ২৯ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছে। তাদের সংর্স্পশে আসা ৭৫৯ জন রোহিঙ্গাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে ৬১৮ জনের কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত তিন হাজার ছয়শ' পরিবারের ১৬ হাজার মানুষ ক্যাম্পে লকডাউনে রয়েছে। এদিকে মঙ্গলবার (২ জুন) প্রথমবারের মতো একজন রোহিঙ্গার মৃত্যুর পর করোনা পজিটিভি রিপোর্ট আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পগুলোতে।
আরআরআরসি কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, 'শরণার্থী ক্যাম্পে প্রথমবারের মতো করোনায় একজন রোহিঙ্গা মারা গেছে। স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে। করোনা প্রতিরোধে ক্যাম্পে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ আরও কঠোর প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।'
উখিয়ার কুতুপালং (পূর্ব) ক্যাম্পের সিআইসি (ইনচার্জ) মোহাম্মদ খলিলুর রহমান খান জানান, তার ক্যাম্পের সি ব্লকের এক রোহিঙ্গা মারা গেছে। তার সংর্স্পশে আসা ও পরিবারের লোকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হবে।
ভয়েস/ আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.