বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তার সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন নানা অভিজ্ঞতা। এবার মাহি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাউল গানের আসর থেকে লাইভে এলেন। তিনি স্বামী রাকিব সরকারের সঙ্গে সেখানে বাউল গান শুনতে যান। একসঙ্গে মুগ্ধতার সময় কাটান তারা সেখানে। সেখান থেকেই মাহিয়া মাহি ফেসবুক লাইভে বলেন, আমার খুব শখ ছিল বাউল গান শোনার। তাই আমি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক গ্রামে ওরশে এসেছি বাউল গান শুনতে।
আমার কাছে খুব ভালো লাগছে। আর খুব সুন্দরভাবে গানগুলো গাইছেন বাউলরা। মুগ্ধ হয়েছি। গান শুনতে শুনতে ফেসবুক লাইভে স্বামী রাকিব সরকারের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় মাহিকে। ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা দু’জনে। এদিকে সম্প্রতি তিনি ‘মাহিয়া মাহি’ নামের সঙ্গে যোগ করেছেন স্বামীর সরকার পদবি। এখন থেকে তিনি ‘মাহিয়া সরকার মাহি’ নামে পরিচিত। কারণ স্বামীর পদবীটা নিয়েছেন তিনি। জুড়ে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। ফেসবুক প্রোফাইলে এ পরিবর্তন এনেছেন মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে তোলা ৩টি ছবিও পোস্ট করেছিলেন নায়িকা। ক্যাপশনে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.