ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মোট মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬৪ লাখ।
জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টাপর্যন্ত বিশ্বজুড়ে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩।
দেশ হিসেবে মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাজ্য, ৩৯ হাজার ছাড়িয়েছে।
ইতালি আছে তৃতীয়স্থানে ৩৩ হাজার ৬০০ মৃত্যু নিয়ে। চতুর্থস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৩২ হাজার ছাড়িয়ে গেছে। পঞ্চমস্থানে থাকা ফ্রান্সে মৃত্যু ২৯ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, ১৮ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। পাঁচ লাখ ৮৪ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল।
তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। পঞ্চমস্থানে আছে স্পেন ২ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে গেছে আক্রান্ত।
বিশ্বজুড়ে সুস্থতার সংখ্যাও বাড়ছে। মোট সুস্থের সংখ্যা ২৮ লাখ হাজার ছাড়িয়ে গেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.