বিনোদন ডেস্ক:
বর্তমানে কমেডি নাটক জনপ্রিয়। সেই দর্শকদের কথা মাথায় রেখে রোমাঞ্চ ও কমেডি ঘরানার নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘বেশরম’ শিরোনামে নাটকটির শুটিং শেষ হয়েছে।
গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হয়। এ প্রসঙ্গে নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। বর্তমানে পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে খুব কম নাটকই নির্মিত হয়। নাটকে পরিবারের নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দর্শকের চাহিদা অনুযায়ী রোমাঞ্চ ও কমেডি রয়েছে। আশাকরি, নাটকটি সব ধরনের দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি রচনা করেছেন ফেরারী ফরহাদ। নিলয়-হিমি ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, রকি খান, শাহাবাজ সানি, বাশরী, মোস্তাক মুকুল, টাইগার মামুনসহ অনেকে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.