বিনোদন ডেস্ক:
কোথায় যাওয়ার কথা আর কোথায় যাবেন গুলিয়ে ফেলে গোলক ধাঁধায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বন্যপ্রাণীর গলায় শিকল পরানোর অপরাধে আইনি সমন পেয়েছেন অভিনেত্রী। সেই সমনের জবাবেই গত সোমবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলে হাজিরার বদলে পৌঁছে যান অরণ্য ভবনে। সোশ্যাল মিডিয়ায় শিকলবন্দি বন্যপ্রাণীর সঙ্গে ছবি পোস্ট করে আইনি বিপাকে পড়েন অভিনেত্রী। রাজ্যের বন্যপ্রাণী সুরক্ষা দপ্তর নোটিশ পাঠায় তাকে। সেই সমনের জবাবেই হাজিরা দিতে অরণ্য ভবনে আসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তিনি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের দপ্তরে না গিয়ে কেন অরণ্য ভবনে গেলেন সে সম্পর্কে স্পষ্ট করে এখনো কিছু জানা যায়নি। যদিও অরণ্য ভবনে উচ্চ পদস্থ আধিকারীকের সঙ্গে দেখা করার পর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের দপ্তরেই যান শ্রাবন্তী।
১৫ই জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। সেই ছবিতে দেখা যাচ্ছিল একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। বেজির গলায় ছিল বকলস এবং তা বাঁধা ছিল মোটা শিকলের মাধ্যমে। ওই ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন- আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো। এই ছবিতেই শুরু বিপত্তি। তার এই ছবি দেখেই সেই সময়ই গর্জে ওঠেন নেটিজেনরা। কেউ কেউ এই ঘটনাকে অমানবিক বলেন। শ্রাবন্তীর এই ছবি দেখে সেই সময়ই কান্নার ইমোজি দিয়ে একজন লেখেন, এইভাবে গলায় শিকল পরিয়ে বন্ধুত্ব? আরেকজন লেখেন, বন্ধুও বলছো আবার গলায় শিকলও পরিয়ে রেখেছো? তবে নেটিজেনদের প্রশ্নের কোনো উত্তরই দেননি শ্রাবন্তী। বন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন, তাহলে অনেকেই প্রভাবিত হতে পারে তা দেখে। শ্রাবন্তীর উচিত বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বনপ্রাণী সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা। এরপর শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নোটিশ পাঠায় রাজ্যের বন্যপ্রাণী সুরক্ষা দপ্তর। বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯,১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
বন্যপ্রাণীকে জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে হতে পারে ৭ বছরের হাজতবাস। সেই নোটিশের ভিত্তিতেই এদিন সল্টলেকের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দেয়ার কথা ছিল তার। কিন্তু, প্রথমে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলে না গিয়ে অভিনেত্রী অরণ্য ভবনে পৌঁছানোয় ওঠে প্রশ্ন। যদিও পরে শ্রাবন্তী ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল-এর অফিসে যান বলে জানা গেছে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.