বিনোদন ডেস্ক:
ত্রিপুরার মেলাঘর থেকে আগস্টের প্রথম সপ্তাহে দলটি পূর্ব পাকিস্তানে ঢোকে। দলের নাম ক্র্যাক প্ল্যাটুন। তাদের মূল লক্ষ্য ২ নং সেক্টরের অন্তর্ভূক্ত সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়া। দুর্ভাগ্যক্রমে এই অপারেশনের প্রস্তুতিকালীন রাজাকারদের তথ্যের ভিত্তিতে পাকিস্তানি মিলিটারিরা দলটির অর্ধেক সদস্যদের ধরে ফেলে।
এরপর রমনার এমপি হোস্টেলের কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। ঘটতে থাকে আরও নানা ঘটনা। মুক্তিযুদ্ধের এমন বাস্তব ঘটনা নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘নিহত নক্ষত্র’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন ইসতিয়াক অয়ন। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
চিত্রনাট্যকার ইসতিয়াক অয়ন জানান, নাটকটিতে গেরিলা যোদ্ধা শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। আর তার মায়ের চরিত্রে দেখা যাবে মনিরা মিঠুকে।
এছাড়াও অভিনয় করেছেন—জয় রাজ, বাশার বাপ্পি, সায়েম সামাদ, দাউদ নূর, খায়রুল আলম টিপু, পারভেজ সুমন, শিমুল, রাকিব হাসান, মাসুম সেন্টু, লিখন প্রমুখ। শনিবার (২৬ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.