বিনোদন ডেস্ক:
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে তারার মেলা। ৯৪তম আসরের মাধ্যমে মহামারির পর আবারও পুরোনো রূপে ফিরছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে আসরের কার্যক্রম।
এক নজরে এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): দ্য কুইন অব বাস্কেটবল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: অ্যানকান্টো
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার
সেরা ওরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কোডা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন
সেরা মেকআপ: দ্য আইজ অব টেমি ফে
সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ছবি- ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসর (ছবি কোডা)
সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টসঃ ডুন
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.