ইমাম খাইর:
করোনায় মৃত্যুবরণকারী কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের লাশ দাফন হবে কক্সবাজার শহরের তারাবনিয়ারছরা কবরস্থানে।
লাশবাহি এ্যাম্বুলেন্সটি রবিবার (৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম থেকে রওনা করেছে। এর আগে গোসল, কাফন সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার পৌঁছেই যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।
লাশ দাফনের জন্য চট্টগ্রামের একটি দাফন টিমও আসছে। টিমটি নগরীর বাইরে না গেলেও মেয়র আ জ ম নাসির ম্যানেজ করে দিয়েছেন বলে জানান মোনায়েম খানের শ্যালক জয়নাল আবেদীন।
তিনি জানান, দাফনকারী টিমটি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম ফিরবে।
রবিবার (৭ জুন) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন সাংবাদিক আবদুল মোনায়েম খান। তিনি ১ মেয়ে ১ ছেলের জনক।
গত ৩১ মে তার করোনা ধরা পড়ে। ছেলে কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেনের রিপোর্টও পজিটিভ আসে।
শারীরিক অবস্থার অবনতি হলে ১ জুন রাতে সাংবাদিক মোনায়েমকে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে নেয়ার পর প্রথম দিক তার অবস্থা কিছুটা উন্নতি হয়। শনিবারও অনেকটা ভাল ছিল। কিন্তু রবিবার ভোররাত থেকে খুবই সংকটাপন্ন হয়ে যায়। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারে সিনিয়র সাংবাদিক মোনায়েম খান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.