বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন। জানা গেছে, বুবলী ও শরিফুল রাজ ইতিমধ্যে একসঙ্গে শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি নামে নবীন এক নির্মাতা। যিনি এর আগে নাটক ও টিভিসি বানিয়েছেন।
শুক্রবার দুপুরে ‘দেয়ালের দেশ’ ছবি সংশ্লিষ্ট শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ শুরুতে মুখ খোলেননি। তবে শরিফুল রাজ বলেন, এ ব্যাপারে পরিচালক বিস্তারিত জানাবেন। পরে পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
সূত্র জানাচ্ছে, শিগগির বুবলী ও রাজের লুক প্রকাশের মাধ্যমে বিস্তারিত জানাবে ‘দেয়ালের দেশ’ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২৪ মার্চ থেকে বুবলী-রাজ ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং শুরু করেন। এর মধ্যে দুদিন তারা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুটিং করেছেন।
২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন বুবলী। পরে শাকিবের সঙ্গে একের পর এক ছবি করে আলোচিত হন তিনি। বুবলী বর্তমানে নিরব, রোশান, সিয়াম, সাইমন, আদরের বিপরীতে সমানতালে ছবি করছেন। সেই ধারাবাহিকতায় বুবলীর নায়কদের কাতারে এবার যুক্ত হলেন পরীমনির সঙ্গে বিয়ে করে আলোচনায় আসা শরিফুল রাজ।
অন্যদিকে, মডেলিং থেকে ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শরিফুল রাজ। পরে তিনি অভিনয় করেন তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ ছবিতে। মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তেও দেখা গেছে রাজকে। সর্বশেষ মুক্তি পেয়েছে রাজের ‘গুণিন’ ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে পরাণ, হাওয়া ছবিগুলো।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.