ভয়েস প্রতিবেদক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালং উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুচ ছালাম। মঙ্গলবার (৯ জুন) তার করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আবচার।
তিনি জানান, ডাঃ মোহাম্মদ আব্দুচ ছালাম প্রায় দশ দিন ধরে করোনার উপসর্গে ভোগছেন। এক সাপ্তাহ আগে স্যাম্পল জমা দিয়েছিলেন। আজকে রিপোর্ট পজিটিভ পেয়েছেন। তিনি উখিয়া মরিচ্যাস্থ হোম আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিচ্ছেন।
তার গ্রামের বাড়ি কক্সবাজার সদরের ইসলামপুরের খানঁঘোনা। তিনি বিডিএমএ কক্সবাজার জেলা শাখার নির্বাচন কমিশনার।
এদিকে, ডাঃ মোহাম্মদ আব্দুচ ছালামের রোগ মুক্তির জন্য সকলের কাছে কামনা করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ মোঃ কামাল হোসাইন, বর্তমান সভাপতি ডাঃ প্রণব বিকাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আবচার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.