ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় নতুন করে আরও ৫জন রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত এবং ২জন রোহিঙ্গা মারা গেছে। এ নিয়ে তিনজন রোহিঙ্গার মৃত্যু হলো এবং ৩৫জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি কক্সবাজার ভয়েসকে নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গার মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। এরমধ্যে একজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর অপরজন ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। একজনের বয়স ৭০ অন্যজন ৫৮ বছর বয়সী।
এর আগে গত ৩০ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটি ছিল এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোহিঙ্গার প্রথম মৃত্যু। এছাড়াও এই পর্যন্ত ৩৫জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই উখিয়ার কুতুপালংস্থ লম্বাশিয়াসহ বিভিন্ন ক্যাম্পে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.