প্রেস বিজ্ঞপ্তি:
পর্যটন নগরীর তরুণ কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সৈকতের লাবণী পয়েন্টের হোটেল মিশুকের হলরুমে অনুষ্ঠিত ইফতার পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারি পুলিশ সুপার এম.এম রাকিবুল রাজা, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর—উল—গীয়াস, ওসি (তদন্ত) সেলিম উদ্দিন, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক এস.এম আমিনুল হক চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী, টিটিএন’র বার্তা প্রধান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিক লিপু ও কুটুম বাড়ির কর্ণধার পর্যটন ব্যবসায়ী নুরুল কবির পাশা।
সভায় বক্তারা বলেন, “কলমের চেয়ে পেশী শক্তির দাপট কখনো বেশি হতে পারে না। এ সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হলে সাংবাদিকদের মনোবল আর একতাবদ্ধ থাকাটা খুব জরুরি। সব সময় সাংবাদিকদের লেখনি হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে। নিজেকে বিলিয়ে দিতে হবে দেশ ও জাতির জন্য।”
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন, একে মটরস’র চেয়ার্যামন কফিল মাহমুদ, টুয়াক সম্পাদক একেএম মুনীবুর রহমান টিটু, পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, কক্সবাজার আদিবাসি ফোরামের সাধারণ সম্পাদক মংথেহ্লা, সিনিয়র সাংবাদিক সৈয়দুল কাদের, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস,এম জাফর, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি ছৈয়দ আলম, সিবিএন মাল্টিমিডিয়া বিভাগের প্রধান শাহেদ মিজান, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, নিউজবাংলার কক্সবাজার প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, ইসলাম মাহমুদ, আরোজ ফারুক, ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদ, টিটিএন’র স্টাফ রিপোর্টার সিয়াম সোহেলসহ কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংসদ কক্সবাজারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.