মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যেসব কাজ রোজার মহিমা ক্ষুণ্ন করে

ইসলাম। ফাইল ছবি।

ধর্ম ডেস্ক:

পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের আগমুহূর্ত দোয়া কবুলের সময়। বিশেষ করে ইফতারের সময়টি রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘…আর সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ রয়েছে। এর মাধ্যমে সে অনাবিল আনন্দ লাভ করে। একটি হলো- যখন সে ইফতার করে তখন ইফতারির মাধ্যমে আনন্দ পায়।

দ্বিতীয়টি হলো- যখন সে তার প্রভুর সঙ্গে মিলিত হবে তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হবে।’ -সহিহ মুসলিম : ২৫৯৬

তাই সাহরি-ইফতারের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মহান আল্লাহর জিকির ও স্মরণে মগ্ন থাকা উচিত, বেশি বেশি দোয়া-ইস্তিগফার করা উচিত। এই সময়গুলোতে এমন কাজে লিপ্ত হওয়া উচিত নয়, যা এই মহতি ইবাদতের মহিমা ক্ষুণ্ন করে। অনেকে আছে, ইফতার সামনে নিয়ে সেলফি কিংবা ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন। সাধারণত নিজের কর্মগুলো প্রদর্শনের জন্যই ছবি তোলা হয়, যা অনর্থক কাজ। ইসলাম কোনো অনর্থক কাজকে সমর্থন করে না। উপরন্তু প্রদর্শনের উদ্দেশ্যে কোনো ইবাদত করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ প্রতিটি ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো, তা শুধু আল্লাহর জন্যই হতে হবে।

হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করে, আল্লাহ এর বিনিময়ে তার লোক দেখানো উদ্দেশ্য প্রকাশ করে দেবেন।’ -সহিহ বোখারি : ৬৪৯৯

বর্ণিত হাদিস থেকে বোঝা যায়, সাহরি ও ইফতারের ছবি তুলে তা ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রামে দেওয়ার মাধ্যমে শুধু কয়েকটি লাইক শেয়ারই তার প্রতিদান হিসেবে পাওয়া যাবে, আর কিছু নয়।

সাহরির সময়টি হলো তাহাজ্জুদের সময়। সে সময় দোয়া কবুল হয়। আবার ইফতারের সময়ও দোয়া কবুল হওয়ার কথা আছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ১. রোজাদার যখন ইফতার করে, ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া, ৩. মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ মেঘমালার ওপর উঠিয়ে নেন এবং এ জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম! আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়।’ -সুনানে তিরমিজি : ৩৫৯৮

উল্লিখিত সুসংবাদের প্রথম কাতারের লোকরাই হচ্ছেন রোজাদার। তাই রোজাদারদের এমন কোনো কাজ করা কাম্য নয়, যা তাদের প্রাপ্য বস্তু থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION