বিনোদন ডেস্ক:
কার্তিক আরিয়ানের সঙ্গে বলিপাড়ার অনুষ্ঠানে হাজির হয়ে বিদ্রুপের শিকার হলেন কিয়ারা আদভানি। ‘ভুল ভুলাইয়া ২’-এর মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবেই কিয়ারা শুক্রবার অংশ নেন ওই অনুষ্ঠানে।
সবুজ রঙের একটি স্বচ্ছ গাউন পরে হাঁটতে দেখা যায় রেড কার্পেটে। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই খানিক অস্বস্তি বোধ করেন কিয়ারা। কেন? পোশাকের জন্য?
এই পোশাকই হয়েছে কাল। নেটিজেনদের ব্যাপক ট্রলের মুখে পড়েছেন কিয়ারা। নোংরা মন্তব্যে তাকে আক্রমণ করতেও ছাড়ছে না লোকে। কিন্তু কেন? কী এমন আছে পোশাকটিতে?
শুক্রবার থেকে ইনস্টাগ্রাম ভর্তি হয়ে উঠেছে কিয়ারার ভিডিও দিয়ে। যেখানে দেখা যাচ্ছে, তাকে খানিক আড়াল করে পাপারাৎজিদের সামনে নিয়ে এলেন কিয়ারার সহকারী। সঙ্গে ছিলেন কার্তিকও। দুজনেই বেশ কয়েক মুহূর্ত কিয়ারাকে আড়াল করে রেখেছিলেন।
কিয়ারাও হাত দিয়ে তার পোশাকের নীচের অংশ ঠিক করলেন বারবার। তার পর কিয়ারার সহকারী এবং কার্তিক দুজনেই সরে দাঁড়ান। ছবি উঠতে থাকে পরপর।
কিয়ারার সবুজ গাউনের নীচের অংশটি এমনভাবে কাটা হয়েছে, যাতে একটি পা দৃশ্যমান হয়। অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা। তার নিচে পোশাকের সাদা অংশটি দেখা যাচ্ছে। সেই সাদা অংশটি দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ধারণা হয়েছে, তিনি স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন।
তা নিয়েই শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ। কেউ লিখেছেন, ‘কিয়ারা কি স্যানিটারি ন্যাপকিন আটকে রেখেছেন?’ কারও মন্তব্য, ‘আমি দেখে ভাবলাম, স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন’। কেউ আবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি।
আগামী মে মাসে কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’-তে দেখা যাবে কিয়ারাকে। তা ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’-তেও অভিনয় করেছেন তিনি। জুন মাসে মুক্তি পাবে সেই ছবি। দক্ষিণী অভিনেতা রাম চরণের সঙ্গেও একটি ছবির শ্যুটিং শুরু হবে তার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.