ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর ও নির্যাতনের ঘটনায় আনছুর আলম (৩৫) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকা থেকে চকরিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আনছুর আলম (৩৫) চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত মনির উল্লাহ’র ছেলে ও ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
চকরিয়া থানার ওসি মো: হাবিবুর রহমান জানিয়েছেন, ‘ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে বৃদ্ধ নুরুল আলম (৭২) কে তুচ্ছ ঘটনা নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করেন পরিদর্শক ঘটনার মুলহোতা আনছুর আলম। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। পরে আনছুর আলমকে প্রধান আসামী করে চকরিয়া থানায় অভিযোগ দিলে মামলা হিসাবে রুজু হয় এবং আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করেন। সর্বশেষ মহেশখালী শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকা থেকে চকরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় ডাকাতি, চাঁদাবাজী ও জবরদখলসহ নানা অভিযোগে চকরিয়া থানায় এক ডজনের বেশী মামলা রয়েছে। এর আগে গত ৩ জুন চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জজিত সন্দেহে মোহাম্মদ বেলাল, কায়ছার উদ্দিন ও মোহাম্মদ ফারুক নামের ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য,গত ২৪ মে ঢেমুশিয়া স্টেশন থেকে ঈদের কেনাকাটা শেষে ইজিবাইক (টমটম) যোগে বাড়ী ফেরার পথে গাড়ী থেমে নামিয়ে নির্জন স্থানে নিয়ে বৃদ্ধ নুরুল আলমকে (৭২) বিবস্ত্র করে মারধর করে ওয়ার্ড যুবলীগ সভাপতি আনছুর আলম। মারধরের সময় বৃদ্ধের পরনের লুঙ্গি ও গেঞ্জি টেনে হিঁচড়ে ছিড়ে ফেলার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন যুবক মারধরের দৃশ্যটি মোবাইলে ধারণ করছিল। ঘটনাটি আশপাশে থাকা বেশকিছু যুবক প্রত্যক্ষ করলেও কেউ বৃদ্ধ নুরুল আলমকে রক্ষায় এগিয়ে আসেনি। তবে এ ঘটনার ভিডিও চিত্র মঙ্গলবার ( ২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর নানা মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর গত ৩১ মে রাতে নির্যাতনের শিকার বৃদ্ধের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে যুবলীগ নেতা আনছুর আলমসহ ৮ জনকে আসামী করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছিলেন।
চকরিয়া থানা ওসি মো: হাবিবুর রহমান আরো বলেন, বুধবার ভোর রাতে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকায় একটি বাড়ীতে আনছুর আলম আত্মগোপনে থাকার খবরে চকরিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.