বিনোদন ডেস্ক:
হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দার নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নিজেকে পরিপক্ব করে তুলেছেন। নজর কেড়েছেন দেশ-বিদেশের পরিচালকদেরও। তারই ধারাবাহিকতায় এবার দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন কলকাতার সিনেমায়। এর মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হচ্ছে। অতনু ঘোষের মতো পরিচালকের নির্দেশনায় অভিনয় করছেন ফারিণ। সিনেমাটির নাম ‘আরও এক পৃথিবী’। এখানে তার সহশিল্পী আছেন কলকাতার কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা ও সাহেব চ্যাটার্জি। জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে এই সিনেমার শুটিংয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন ফারিণ। তিনি বলেন, আসলে আমি ভালো গল্প, চরিত্রের অপেক্ষায় ছিলাম।
বড় পর্দার কাজটা যাতে বড় রকমভাবেই হয় সেটা চাওয়া ছিল। তাই সময় নিয়ে বুঝেশুনেই বড় পর্দায় কাজ শুরু করলাম। টানা ১১ই জুন পর্যন্ত শুটিং হবে ছবিটির। এ অভিনেত্রী আরও যোগ করে বলেন, সিনেমায় যে শুটিং করছি, এটা আলাদা করে ভাবছি না। পরিচালক অতনু ঘোষও আমাকে টের পেতে দিচ্ছেন না। আমার কাছে মনে হচ্ছে এই ভাবনা ভাবতে গেলে ভালোভাবে যে কাজটি করছি, তা নষ্ট হয়ে যাবে। কাজ মানে কাজ, এই ভেবেই কাজ করছি। নতুন জায়গা, নতুন টিম এবং নিজের চরিত্রটিও মজার। আমি খুব উপভোগ করছি সব মিলিয়ে। এদিকে দেশে ফিরেই ফারিণ ব্যস্ত হয়ে পড়বেন আসছে কোরবানি ঈদের নাটকের কাজ নিয়ে। গেল ঈদেও উল্লেখযোগ্য সংখ্যক নাটক প্রচার হয়েছে এ অভিনেত্রীর। এরমধ্যে ‘আমার কেরানী বাবা’ নাটকটি আলাদা করে নজর কেড়েছে দর্শকদের।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.