ভয়েস নিউজ ডেস্ক:
বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদনের শেষে তার স্বপ্ন, সৃষ্টিকর্ম, অবদান নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাফফার চৌধুরীর মৃত্যুতে আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় বৃক্ষের পতন ঘটলো। উনার তুলনায় উনি নিজেই। তার অমর সৃষ্টি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।
অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, গাফফার ভাইয়ের আজীবন স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা এখন আমাদের দায়িত্ব। যদি আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারি তাহলে গাফফার চৌধুরীর প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ এখন সংকটের মধ্যে, সবচেয়ে বড় হুমকি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা। সেই জায়গাতে গাফফার চৌধুরী ছিলেন সংস্কৃতি আন্দোলন সবচেয়ে বড় মুখ। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। তাই রাজনীতিতে হোক বা সংস্কৃতিতে হোক, কোথাও আমাদের সমালোচনা করার জায়গা থাকলে তিনি করতেন। কাজের মধ্য দিয়ে আমরা তার স্বপ্ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবো।
শিক্ষাবিদ ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, উনি যখন একুশের কবিতা লিখেছেন তখন আমরা কেবল জন্মেছি। পরে ওনাকে যত দেখেছি, পড়েছি, আমাদের সংগ্রামী চেতনার প্রাণ শক্তি ছিলেন। উনার চলে যাওয়ায় আমরা একজন পাথেয় হারালাম।
সাহিত্যিক আনিসুল হক বলেন, তিনি একটি সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলাদেশ থাকবে, ততদিন উনি আমাদের মাঝে থাকবেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.