বিনোদন ডেস্ক:
হঠাৎ মৃত্যুর পর ময়নাতদন্ত হয় কেকের দেহের, এটাই স্বাভাবিক। তার আগেই ক্ষুব্ধ ভক্তরা বলে ফেলেছিলেন, এ স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা। অতিরিক্ত জনসমাগম, অব্যবস্থাপনা আর গরমেই নাকি হার্ট অ্যাটাক হয়েছিল কেকের।
কিন্তু কলকাতার এসএসকেএম হাসপাতালের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, কেকের মৃত্যু মাইকোকার্ডিয়াল ইনফ্র্যাকশন ওরফে হার্ট অ্যাটাকেই হয়েছে। তার মুখ বা মাথায় আঘাতের চিহ্নের কারণে নয়।
এর বাইরে আর কোনও অস্বাভাবিকতা খুঁজে না পেলেও চিকিৎসকরা জানালেন, কেকে আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। যার ফলশ্রুতিতেই মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। পরে সেখান থেকে সোজা চলে যান গ্র্যান্ড হোটেলে। অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।চিকিৎসকরা অবশ্য বলেছেন, মৃত অবস্থাতেই আনা হয়েছিল কুন্নাথ কুমার কেকে-কে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.