প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ২:১২ পি.এম
ইয়াবার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদন্ড

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় মোহাম্মদ আরিফ ওরফে মৌলভী আরিফ (৩৬) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মৌলভী আরিফ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন সত্যতা নিশ্চত করেছেন।
একইভাবে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান, গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মোহাম্মদ আরিফসহ আরও একজন। পরবর্তীতে পুলিশ এ মামলাটি তদন্ত করে। সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশীট থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামীকে। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিজ্ঞ বিচারক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.