বিনোদন ডেস্ক:
তারকা কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি পদ্মা সেতু নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
ব্যস্ততা...
শুনলে অবাক হবেন, আজকাল টিভি অনুষ্ঠান কিংবা স্টেজ শোর চেয়ে আমি নতুন গান রেকর্ডিং নিয়ে বেশি ব্যস্ত। হাতে গোনা কিছু করপোরেট শো ছাড়া এখন তো সেভাবে ওপেন এয়ার কনসার্ট হচ্ছে না। তাই নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত হয়ে উঠেছি। এর মধ্যে দুটি গান রেকর্ড করলাম, যার একটি পদ্মা সেতু নিয়ে লেখা। ‘সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ’ শিরোনামের এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন শাহ আলম সরকার। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। অন্যটির নাম ‘তোরে ছাড়া বাঁচার ইচ্ছা নাই’, এটি রোমান্টিক গান। দেলোয়ার আরজুদা শরফের লেখা এই গানে সুর করেছেন রেজওয়ান শেখ। এই গানে আমার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন রুবেল রাজ। এর বাইরেও আরও কিছু গানের কাজ চলছে, যেগুলো একে একে রেকর্ড করা হবে।
নতুন শিল্পীদের সঙ্গে...
এটা ঠিক যে সম্প্রতি নতুন শিল্পীদের সঙ্গে বেশ কিছু দ্বৈত গান গেয়েছি। এর পেছনে কারণও আছে। আমি মনে করি, যখন আমি নতুন ছিলাম, তখনো গানের জগতের অনেক গুণী মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমার মেধা প্রকাশের সুযোগ করে দিয়েছেন। তাই আমি আজকের সালমা হতে পেরেছি। কাউকে না কাউকে তো নতুনদের জন্য এগিয়ে আসতেই হবে। নয়তো আমাদের সংগীতাঙ্গনের ধারা বইবে কীভাবে? এজন্য নতুনদের কেউ যখন আমার সঙ্গে কাজ করতে চান, তখন চেষ্টা করি তাদের পাশে থাকার। ভালো লাগা এখানেই যে, এখন পর্যন্ত যাদের সঙ্গে দ্বৈত গান করেছি, সেই নতুনদের অনেকে গানের ভুবনে সম্ভাবনার ছাপ রেখেতে পেরেছেন।
প্রযোজনা...
প্রযোজক বলতে যা বোঝায়, আমি আসলে তা নই। এটা ঠিক যে, অনেক শিল্পীর মতো আমারও নিজস্ব চ্যানেল আছে। সেই চ্যানেলে মাঝে মাঝে নিজের গান প্রকাশ করি। কিন্তু সেসব গান প্রকাশে পেশাদারি বিষয়টা বড় করে দেখা হয় না। নিজের ভালো লাগা কিছু কাজ দর্শক-শ্রোতার কাছে শেয়ার করার জন্যই এই চ্যানেল। বাউল গানে...
আমার কণ্ঠে ফোক ও বাউল গানের আলাদা শ্রোতা রয়েছে। তাই সব সময় চেষ্টা করি মাটির গান থেকে যেন দূরে সরে না যাই। বাউল গানের সিরিজ তৈরি করছি অনেক দিন ধরে। কিন্তু কাজ শেষ করতে পারিনি। গান যেহেতু পেশা, তাই মৌলিক গানের রেকর্ডিং থেকে শুরু করে টিভি ও স্টেজ শোতে অংশ নিতেই হচ্ছে। এ ছাড়া পরিবারের জন্যও হাতে কিছুটা সময় রাখতে হয়। এভাবে একা সবদিক সামলানো কঠিন। তাই যখন একটু অবসর পাই, তখনই বাউল গানের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে একটু একটু করে কাজ এগোচ্ছে। আশা করছি, আগামী বছর বাউল গানের সিরিজটি প্রকাশ করতে পারব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.