প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
শনিবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ শোক ও সমবেদনা জানান। বর্ষিয়ান এ রাজনীতিবিদের জীবন ও কর্মের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে মোহাম্মদ নাসিমের ছিল অনন্য ভূমিকা। ৭৫ এর পরবর্তী জাতির দুর্সময়ে জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের ভূমিকা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় ৪ নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র তথা যোগ্য উত্তরসূরী হিসেবে রাজনীতিতে জাতিকে বরাবরই দিকের
সন্ধান দিয়েছেন। মন্ত্রী ও রাজনীতিবিদ হিসেবে জাতি তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.