বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গাড়ি চালকসহ আটক করা হয়েছে। এসময় এসময় তার রুম হতে ৪০০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৬ টি সিম কার্ড, দুটি মোবাইল ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।
শনিবার দুপুরে কলাতলীর হোটেল মিল্কি ওয়ে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার পশু হাসপাতাল রোডের আব্দুল হাই'র ছেলে নাজমুল হক। এসময় আটক করা হয় তার গাড়ি চালক মাহবুবকেও। মাহবুব ময়মনসিংহ হাতিঘোনা এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, সে বিভিন্ন লোকের নিকট নিজেকে এনএসআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে অনৈতিক কাজ করত। বিগত দুই-তিন বছর ধরে নাজমুল কক্সবাজারে আসা-যাওয়া করতো। মূলত ইয়াবা ব্যবসার জন্যই সে আসত এবং কলাতলীস্থ ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ উল্লাহ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.