বিনোদন ডেস্ক:
পদ্মা সেতুর উদ্বোধনে আবেগ-উচ্ছ্বাসে ভাসছেন দক্ষিণবঙ্গসহ সারা দেশের মানুষ। নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেছেন অনেকেই। জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও রয়েছেন সেই কাতারে।
পদ্মার বুকে রচিত হলো ইতিহাস। প্রতীক্ষার পালা শেষে শুরু হলো স্বপ্নযাত্রার নতুন অধ্যায়। বর্ণিল উৎসব আর বাতাসে রঙিন আবির ছিটানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের অপেক্ষা।
নির্ধারিত দিনক্ষণ ২৫ জুন, শনিবার দুপুর ১২টার একটু আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুর উদ্বোধনে আবেগ-উচ্ছ্বাসে ভাসছেন দক্ষিণবঙ্গসহ সারা দেশের মানুষ। নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেছেন অনেকেই। শোবিজ অঙ্গনের তারকারাও তা থেকে আলাদা নয়।
তেমনই পদ্মা সেতুর উদ্বোধনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
এদিন সন্ধ্যা ৬টার পর নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনসহ বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমনি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসা।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতা ও ভালোবাসার ইমো।
এরপর হ্যাশট্যাগ দিয়ে পরীমনি লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। শুভ উদ্বোধন।’
এর আগে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মুনিরা মিঠু, চিত্রনায়ক ওমর সানী, নিরব, চিত্রনায়িকা শাবনূর, পূজা চেরিসহ অনেকে।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, শমী কায়সার, আফসানা মিমিসহ বিনোদন জগতের অনেক তারকা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.