ভয়েস নিউজ ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, অবাধ ও স্বচ্ছ পরিবেশে দেখতে চায় অস্ট্রেলিয়া। রবিবার (২৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে এমন প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
তিনি বলেন, ‘সিইসি ও আমার মধ্যে খুব সুন্দর আলোচনা হয়েছে। এটা খুব সময়োপযোগী আলোচনা। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে কথা হয়েছে।’
গত মাসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কিছুদিন আগেই আমাদের দেশেও নির্বাচন হলো। খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ায় তত্ত্বাবধায়ক সরকার নেই, নির্বাচনি ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈশাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। খুব সুন্দর এবং ফলপ্রসু আলোচনা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।’
সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’
তিনি বলেন, ‘উনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে থাকবেন এবং উনি আগ্রহী বাংলাদেশের নির্বাচনটা কেমন সেটা দেখতে।’
কোনও পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কোনও পরামর্শ দেননি। উনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আসলে কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে, তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কিনা- সেটা আমরা ব্যাখ্যা করেছি। উনি (হাইকমিশনার) আগ্রহী ছিলেন যে, কুমিল্লা ইলেকশনে একটা প্যান্ডমনিয়াম হলো, বিভিন্ন রকমের কথা হচ্ছিল। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।
আগামী নির্বাচনে ইসি নিজেদের মতো করে চেষ্টা করবে জানিয়ে সিইসি বলেন, ‘আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।’ যোগ করেন সিইসি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.