বিনোদন প্রতিবেদক:
ঈদ আনন্দ বহুগুণ রাঙাতে আবারো এটিএন বাংলার পর্দায় গানে গানে শ্রোতামনে ঝড় তুলতে আসছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দে বাড়তিযোগ শিল্পী ডনের একক সঙ্গীতানুষ্ঠান। গেল কয়েক বছর ধরেই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানে নিয়মিত মুখ কণ্ঠশিল্পী ডন। গত বছর ঈদুল আজহায় ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’- এই শিরোনামের অনুষ্ঠানটি গানপাগল শ্রোতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবার ‘রঙিলা মন’ শিরোনামের অনুষ্ঠানে পাঁচটি গান পরিবেশন করবেন ডন।
এটিএন বাংলার পর্দায় ঈদের পঞ্চমদিন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। দিনকে দিন গায়কীতে মুন্সিয়ানার পরিচয় দেয়া শিল্পী ডন এবারো তার শ্রোতাদের প্রত্যাশা পূরণ সমর্থ হবেন বলে বিশ্বাস বিনোদন সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের।
বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুরারোপ করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যের সবটুকু দিয়ে গানগুলোকে দর্শকদের সামনে তুলে ধরে চেষ্টা করেছেন। যা তিনি আগেও করেছেন।
ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি পূর্বের মতো এবারো সঙ্গীতানুরাগীদের মন ভরাতে পারব।’
তিনি আরও যোগ করেন, ‘এই গানগুলো শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে। গানের মাধ্যমে শ্রোতাদের নির্মল বিনোদন দেয়ার চেষ্টাটা আমি শুরু থেকেই করে আসছি। এবারো এর ব্যত্যয় ঘটেনি।’
ঈদে ডনের গাওয়া ৫টি গানের মধ্যে চারটিই শিল্পীর নিজের লেখা এবং সুরারোপিত। এই চারটি গান হলো- তোর রঙিলা মনের পানসি নায়ে আমায় তুইল্যা নিস আমি রাখব তোরে বুকে ধরে মনটা আমায় দিস, তুমি ছাড়া কেউ কী ছিল আমার হারিয়ে তোমাকে আমি হয়েছি সবার, হগলতেই দুঃখ আছে আমার না হয় কুম রে, আমার মনের কথা রইলো মনে মনে বন্ধু আমার রইলো কোনখানে। অনুষ্ঠানের পঞ্চম গানটি-আছো তুমি মহাসুখে কার বুকে কোথায়, চলে গেছো অন্য ঘরে পর করে আমায়- জীবন তওফিসের লেখা এবং সুর করা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.