খেলাধুলা ডেস্ক:
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সফরের একমাত্র টেস্টের (সর্বশেষ সফরের পঞ্চম টেস্ট) প্রথম দিনের শুরুটা ভালো ছিল না ভারতের। ৯৮ রানে উইকেটের পতন হয়েছে ৫টি! অভিজ্ঞ বিরাট কোহলিও ১১ রানের বেশি করতে পারেননি। সেই পরিস্থিতিতে রবীন্দ্র জাদের সঙ্গে ২২২ রানের জুটিতে সফরকারীদের উদ্ধার করেছেন ঋষভ পান্ত। ৮৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের উইকেটরক্ষক হিসেবে ভেঙেছেন মহেন্দ্র সিং ধোনির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার ফেরার পর অবশ্য প্রতিরোধ দুর্বল হয়ে পড়েছে সফরকারীদের। ৭৩ ওভারে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৮ রান।
বৃষ্টি বিঘ্নিত দিনে পান্ত ক্রিজে থাকতে থাকতেই ৫ উইকেট পড়ে সফরকারীদের। তারপর সঙ্কটকালীন মুহূর্তে জাদেজাকে সঙ্গী করে দ্রুত গতিতে রান তুলেছেন এই ব্যাটার। ভেঙেছেন ২০০৬ সালে ধোনির করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে সাবেক অধিনায়ক ৯৩ বলে সেঞ্চুরি করেছিলেন। সেখানে ৮৯ বলে সেঞ্চুরি করেছেন পান্ত। পরে অবশ্য ১১১ বলে ১৪৬ রানে থামতে হয়েছে তাকে। জো রুটের বলে ফেরার আগে ১৯টি চার ও ৪ ছক্কা সমৃদ্ধ ইনিংস উপহার দিয়েছেন।
পান্ত ফেরার পর শার্দুল ঠাকুর ১ রানের বেশি করতে পারেননি। দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলার পর ৮৩ রানে একপ্রান্ত আগলে খেলেছেন রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে থাকা মোহাম্মদ সামি এখনও রানের খাতা খুলেননি।
টস জিতে শুরুতে বোলিং নেওয়া ইংল্যান্ডের শুরুটা প্রত্যাশা মতো করেছিলেন পেসার জেমস অ্যান্ডারসন ও ম্যাথিউ পটস। অ্যান্ডারসন ৫২ রানে ৩টি উইকেট নিয়েছেন। পটস ৮৫ রানে নিয়েছেন দুটি। বেন স্টোকস ও জো রুট নিয়েছেন একটি করে উইকেট।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.