বিনোদন ডেস্ক:
‘যুগ যুগ জিয়ো’র মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নিতু কাপুর। ২৪ জুন মুক্তি পাওয়া এ ছবিতে আরও আছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি। ‘ক্যামব্যাক’ ছবি নিয়ে এ মুহূর্তে প্রচারণায় ভীষণ ব্যস্ত নিতু। নেট দুনিয়ায় তার পোস্ট করা ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। তবে এখন তিনি শুধু অভিনেত্রী, রণবীরের মা, ঋষি কাপুরের স্ত্রী বা কাপুর পরিবারের বউ নন। এর বাইরে নিতু কাপুরের আরও একটা পরিচয় আছেতিনি সুপারস্টার আলিয়া ভাটের শাশুড়ি।
এক সাক্ষাৎকারে আলিয়ার প্রসঙ্গ উঠতেই নিতু বলেন, ‘আলিয়া খুব মিষ্টি স্বভাবের মেয়ে। আমার সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আমার শাশুড়ির সঙ্গেও আমার দুর্দান্ত বন্ডিং ছিল। আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। ঝগড়াও করতাম। আর ঋষিজির নামে প্রাণ খুলে অভিযোগও করতাম। ঋষি চলে যাওয়ার থেকেও বেশি দুঃখ পেয়েছি শাশুড়িকে হারিয়ে। আমার বিশ্বাস, আলিয়ার সঙ্গেও এ রকম সম্পর্ক গড়ে উঠবে।’
আলিয়া শুধু বউ হিসেবেই নন, রাঁধুনি হিসেবেও বেশ ভালো বলে জানান নিতু, ‘আলিয়ার মা (সোনি রাজদান) মিষ্টির একটা পদ দারুণ বানায়। ওদের বিয়েতে আলিয়াকে বলেছিলাম মায়ের কাছ থেকে মিষ্টির পদটা শিখে আসতে, তবেই সে কাপুর পরিবারে প্রবেশের অনুমতি পাবে (হাসতে হাসতে)। আলিয়া এর মধ্যে সবজি দিয়ে দু-একটা আইটেম বানিয়েছে। বেশ ভালোই রান্না করে সে।’ এই সূত্র ধরে ছেলের প্রশংসা করতেও ভোলেননি নিতু কাপুর, ‘সত্যি বলতে, রণবীরের মতো ছেলে হয় না। আমার আর আলিয়ার মধ্যে সুন্দর সমতা বজায় রেখে চলে রণবীর। এমন নয় যে বউ পেয়ে আমাকে ভুলে গেছে। আবার মাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের বউয়ের দিকে দেখে না। তাই কখনো নিরাপত্তাহীনতায় ভুগি না। আমি তাদের সম্পর্কে নাক গলানো পছন্দ করি না। আমার বিশ্বাস রণবীর শুধু স্বামী হিসেবে নয়, বাবা হিসেবেও দারুণ হবে।’ গত সোমবারই জানা গেছে, নতুন অতিথি আসতে চলছে রণবীর-আলিয়ার ঘরে। এই সুখবর শুনে যারপরনাই খুশি নিতু।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.