ভয়েস নিউজ ডেস্ক:
অনেক জল্পনা কল্পনার শেষে রবার্ট লেভান্ডভস্কি অবশেষে যোগ দিয়েছেন বার্সেলোনায়। গতকাল দর্শকদের সামনে বার্সার জার্সি পরে আনুষ্ঠানিক উপস্থাপনও হয়ে গেছে তার। সেই অনুষ্ঠানেই পোলিশ স্ট্রাইকার জানালেন, শিরোপা জেতার জন্য সম্ভাব্য সেরা জায়গাতেই আছেন তিনি।
এই গেল সপ্তাহের শুরুতেও মনে হচ্ছিল বায়ার্ন মিউনিখ বড় একটা বাধাই তৈরি করে রাখবে লেভান্ডভস্কির বার্সায় যোগ দেওয়ার পথে। তবে বার্সেলোনা শেষমেশ ঠিকই তাকে দলে ভিড়িয়েছে। পোলিশ তারকা জানালেন, এবার তার নজর শিরোপায়।
বললেন, ‘ফুটবলে জেতার মানসিকতাটা থাকা জরুরী। আমি মনে করি, সেই মানসিকতা নিয়ে শিরোপা জেতার জন্য আমি সেরা জায়গাতেই চলে এসেছি।’
শিরোপা জেতার যথেষ্ট রসদ দলের আছে, অভিমত সাবেক বায়ার্ন তারকার, ‘আমাদের অনেক কাজই করতে হবে। তবে স্কোয়াডে অনেক বেশি গুণমানসম্পন্ন, প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি ভালো ক্লাবেই এসেছি।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। বললেন, ‘সতীর্থদের সঙ্গে আমি শেষ কিছু অনুশীলন সেশন করেছি। পরের ম্যাচ খেলতে আমি প্রস্তুত।’
বায়ার্ন মিউনিখে তিনি গোলের পর গোল করেছেন। তবে এবার তার চ্যালেঞ্জ, নতুন দলেও সেই ফর্ম ধরে রাখা। বললেন, ‘আশা করি আমি অনেক বেশি গোল করতে পারব। এটা আমার জন্য চ্যালেঞ্জ।’
বার্সেলোনায় যোগ দিতে কম চেষ্টা ছিল না লেভান্ডভস্কিরও। বায়ার্নকে তিনিও চাপ দিয়েছেন বেশ। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ ও বার্সেলোনায় স্বাগতম। এই লোকটা এখানে যোগ দেওয়ার জন্য অসাধারণ চেষ্টা করেছে। এটা সহজ ছিল না। আমাদের সঙ্গে এখানে তুমি খেলতে চেয়েছ, সেজন্যে আমরা বেশ গর্বিত।’
পোলিশ তারকার প্রতি যে বার্সার উচ্চাশা, সেটাও জানিয়ে রাখলেন তিনি। বললেন, ‘তোমাকে আমাদের প্রয়োজন। তুমি একজন তারকা। তোমার ওপর আমাদের আশা অনেক। আমরা দলটাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে চাই। আমরা ভালোভাবেই এগোচ্ছি। আমরা বার্সেলোনাকে আবারও বিশ্বমঞ্চে ফিরিয়ে নিয়ে যেতে চাই।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.