ভয়েস নিউজ ডেস্ক:
যে কোনও মামলার বিচারের সময় আদালত ডিজিটাল কনটেন্ট, তথ্য-উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে। এমন সুযোগ রেখে এভিডেন্স অ্যাক্ট-২০২২ এর সংশোধনীর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সংশোধনী বিষয়ে তিনি বলেন, ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট সংশোধন করে হালনাগাদ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্তণালয় একটি প্রস্তাব আনে। মন্ত্রিসভা এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন করেছে।
আদালতে শুনানিকালে একজনকে চরিত্রহীন প্রমাণের জন্য চেষ্টা করা হয় উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে এই সংশোধনী হলে আদালতের পূর্ব অনুমতি না নিয়ে একপক্ষ অপরপক্ষকে চরিত্রহীন বলতে পারবে না।
মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রাম আদালত সংশোধন আইন-২০২২’ এরও খসড়ায় অনুমোদন দেওয়া। এই আইন সংশোধনীর ফলে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়া ৩০ দিনের পরিবর্তে ১৫ দিন করা হয়েছে। সেই সঙ্গে বিচারের সময় শিশুদের আনা যাবে না বলে আইনে উল্লেখ থাকছে।
‘সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা'র খসড়াতেো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.