খেলাধুলা ডেস্ক:
আবারও ন্যু ক্যাম্পে বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসির পায়ের কারিকুরি দেখার আশায় বুক বেঁধেছিলেন ভক্ত-সমর্থকরা। গত কয়েকদিনে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবং কোচ জাভি হার্নান্দেজের কথার সূত্রেই ফুলে-ফেঁপে ওঠে এই আশার বেলুন। তবে এবার সেই আশায় আপাতত কিছুটা বাধ দিতে বললেন জাভি নিজেই।
মেসিকে বার্সায় ফিরিয়ে আনতে ক্লাব কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন জাভি, এমন খবর প্রকাশের পরদিনই মেসি ইস্যুতে ফের মুখ খুললেন বার্সা কোচ, এখনই মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলা অবান্তর। সে পিএসজির চুক্তিভুক্ত খেলোয়াড়, তাই এটা অসম্ভব। আমরা ভবিষ্যতে এই বিষয়টি দেখব।’
পরক্ষণেই অবশ্য ফের বার্সা সমর্থকদের আশা বাণীর শুনিয়েছেন জাভি, ‘লাপোর্তা এরই মধ্যে বলেছেন, মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়নি।’
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। তার আগে আর্জেন্টাইন মহাতারকার ন্যু ক্যাম্পে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ট।
গত বছর পিএসজিতে পাড়ি জমানোর আগে শৈশব তঘেকে শুধু বার্সেলোনার জার্সি গায়েই খেলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন, আর ৭৭৮ ম্যাচে করেছেন রেকর্ড ৬৭২ গোল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.