খেলাধুলা ডেস্ক:
বিশ্ব ক্রিকেটে একদিনের সংস্করণে এই মুহূর্তে বাংলাদেশ দল বেশ শক্ত অবস্থানে আছে। সবশেষ উইন্ডিজকে ধবলধোলাই করা সহ টানা ৫টি সিরিজ জয়। এবার অধিনায়ক তামিম ইকবালের দলের লড়াই তুলনামূলক খর্ব শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে।
৩ ম্যাচের সিরিজ খেলতে ওয়ানডে দলের সদস্যরা শুক্রবার দিবাগত রাত দেড়টায় জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানালেন, প্রতিপক্ষ ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১৫ নম্বর দল হলেও সহজে জেতার সুযোগ নেই। তাই জিম্বাবুয়েকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভালো ফল পেতে প্রথম বল থেকে ‘সুইচ অন’ রাখতে চান এই ফরম্যাটের টাইগার দলপতি।
তামিম বলছিলেন, ‘আমাদের শান্ত থাকার কোনো সুযোগ থাকবে না। যদি ভালো করতে চাই প্রথম বল থেকে সুইচ অন থাকতে হবে। অবশ্যই আমরা ভালো দল। কিন্তু খেলা জেতা-হারা নির্ভর করে কে ভালো খেলছে- কে ভালো দল সেটা না।’
শেষ দুই বছরে নিজ মাটিতে ওয়ানডেতে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো দলকে ধরাশায়ী করেছে জিম্বাবুইয়ানরা। টি-টোয়েন্টিতে হারিয়েছে পাকিস্তানের মতো দলকেও। অধিনায়ক তামিম সতর্ক সে কারণেই, ‘পরিকল্পনা একই থাকবে, জেতার। আসলে আমি সবসময় একটা কথা বলি- কে আগে আছে বা পরে, এটা ম্যাটার করে না। অবশ্যই ওদের চেয়ে আমরা ভালো দল, কিন্তু ওদের মাটিতে সহজে হারিয়ে দেওয়া যাবে, তা-না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন, পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।’
৫, ৮ ও ১০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.