ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ৫৯৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৭১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০৬ জন।মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষা ৪৬ জনের করোনা শনাক্ত হয়। চবি ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের, চমেক ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের এবং সিভাসু ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা করা না হলেও কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকার ৭৯ জন এবং বিভিন্ন উপজেলার ৯২ জন। এই দিন মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.