খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসি তার ক্যারিয়ারে কতশত কীর্তি গড়েছেন! সবচেয়ে বেশি ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা পুরস্কার জেতার কীর্তি তার; এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড, সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড গড়েছেন তিনি।
এমন সব কীর্তির কারণে মেসিকে মতো আর কাউকে সহসাই দেখা যাবে না, এমন কথা বলেছেন অনেক বিশেষজ্ঞই। তবে তার সাবেক কোচ পেপ গার্দিওলা জানালেন ভিন্ন কথা। বললেন, মেসির সঙ্গে মিল আছে, এমন এক খেলোয়াড় আছেন তার দলে।
ম্যানচেস্টার সিটি নিজেদের লিগ মৌসুম শুরু করেছে ২-০ গোলের জয় দিয়ে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্লিং হালান্ড। প্রথমার্ধের পেনাল্টির পর দ্বিতীয়ার্ধেও পেয়েছেন প্রতিপক্ষ জালের দেখা। প্রিমিয়ার লিগ অভিষেকেই এমন পারফর্ম্যান্সে আর কেউ হলে তৃপ্তির ঢেঁকুরই তুলে বসতেন, কিন্তু তা তিনি করেননি।
‘ধুর, হ্যাটট্রিকটা পেলাম না!’-ম্যাচ শেষে এই বলতে বলতে ফেরেন তিনি। সেটাই কানে গিয়েছে গার্দিওলার। হালান্ডের এই মনোভাবটা মনে ধরেছে গার্দিওলার। তিনি বললেন, ‘এটা ভালো, এটা আমার পছন্দ হয়েছে।’
হালান্ডের এই প্রতিক্রিয়া গার্দিওলাকে মনে করিয়ে দিচ্ছে মেসির স্মৃতি। আর্জেন্টাইন তারকার বছরে ৯১ গোলের কীর্তির শুরুটা হয়েছিল স্প্যানিশ এই কোচের হাত ধরেই। কী করে সেই কীর্তি গড়েছিলেন মেসি, গোল করে চলেছেন এখনো, সেটাই জানালেন তিনি।
ম্যানচেস্টার সিটি কোচের ভাষ্য, ‘মেসির কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছিল। সে যখন দুই গোল করত, তখন সে তিন গোলের চেষ্টা করত, তিনটা করলে চতুর্থ গোলের জন্য ক্ষুধার্ত থাকত।’
হালান্ডের এই ক্ষুধাটাকে গার্দিওলার মনে হচ্ছে মেসির মতোই, নিদেনপক্ষে শীর্ষ মানের গোলস্কোরারদের মতো তো বটেই। গার্দিওলা , ‘শীর্ষ মানের গোলস্কোরারদের কখনো তৃপ্তি থাকে না মনে। তারা সবসময় ক্ষুধার্ত থাকে, আরও বেশি গোল করতে চায়।’
তবে এর আগের সপ্তাহেই সহজ এক গোলের সুযোগ নষ্ট করে তোপের মুখে পড়েছিলেন হালান্ড। স্প্যানিশ কোচের মতে সেই চাপটা ভালোভাবেই সামলেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। বললেন, ‘আমি জানি কীভাবে সে গেল সপ্তাহের সমালোচনাটা সহ্য করেছে, সে একেবারে শান্ত ছিল। বেশ ভালোভাবে অনুশীলন করেছে সে। তবে যেভাবে সে পেনাল্টির জন্য সুযোগটা এনেছে, তাতে আমার বলতেই হচ্ছে, ‘আমার এটা পছন্দ হয়েছে’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.