সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‍ওমরাহ করা যাবে ট্যুরিস্ট ভিসায়

আন্তর্জাতিক ডেস্ক:
এখন থেকে ওমরাহ পালনের জন্য আলাদাভাবে ভিসা না নিলেও চলবে। ট্যুরিস্টসহ যে কোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরাহ পালন করা যাবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের ৪৯ দেশের জন্য ট্যুরিস্ট ভিসার সুবিধা দেওয়া হবে। এসব দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করা যাবে।

সৌদি আরব ভিশন-২০৩০ সামনে রেখে আমলাতন্ত্রকে সহজ ও হজযাত্রীদের দেশটিতে আরও বেশি আকৃষ্ট করতে এমন বিভিন্ন সুবিধা দেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ই-ভিসার আবেদনের পর যারা যোগ্য বিবেচিত হবেন, তাদের সৌদি বিমানবন্দর থেকেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে গিয়ে ঘোরাফেরার পাশাপাশি চাইলে ওমরাহ পালন করতে পারবেন। এমনকি যারা পরিবার ভিসায় সৌদি যাবেন, তারাও ওমরাহ পালনের জন্য ইতমারনা অ্যাপে ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে ৫ বছরের কম বয়সি শিশুরা কোনো ধরনের অনুমতি ছাড়াই মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবে। যদিও পাঁচ বছরের বেশি বয়সিদের ‘ইতমারনা অ্যাপ’র মাধ্যমে আবেদন করে পবিত্র এ স্থানটিতে প্রবেশের অনুমতি নিতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION