আবদুল আজিজ:
মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজার জেলা সহ আশপাশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এতে করে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও পাহাড় থেকে নেমে আসা ঢলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
বুধবার সকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় কক্সবাজার শহরের বাজারঘাটা, বার্মিজ মার্কেট, টেকপাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক, পর্যটন জোন কলাতলীসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলার রামু, চকরিয়া, পেকুয়া ও উখিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মোঃ আবু মোহসীন কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে কক্সবাজার জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। আরও ২/৩দিন কক্সবাজার জেলা সহ আশপাশের এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে।
এদিকে, কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার ঢেউটিন ব্যবসায়ী মোঃ জাফর আলম বলেন, পানি চলাচলের নালা-নর্দমা ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে। করোনাকালীন সময়ে নালা গুলো পরিষ্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পড়েছে দূর্ভোগে।
কক্সবাজার শহরের বাসিন্দা মোঃ মিরাজ সিকদার জানান, সকাল থেকে টানা বর্ষণে কক্সবাজার শহরের টেকপাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কিছু কিছু বাড়ি ও দোকানে বৃষ্টির পানি ঢুকে প্লাবিত হয়েছে।
কক্সবাজার জেলা শহরের বাইরে রামু, চকরিয়া, পেকুয়া, উখিয়া উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মহেশখালী উপজেলার শাপলাপুর সহ বিভিন্ন এলাকায় কিছু কিছু রাস্তা, কালবাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, মৌসুমী বায়ুর প্রভাবে আরও ২/৩দিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে।তবে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল সংলগ্ন মেঘালয় ও বরাক এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.