ভয়েস প্রতিবেদক:
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পাশে 'তথ্য ও সহযোগিতা' কেন্দ্র বসিয়ে সহায়তা করেছেন রাঙামাটিস্থ কক্সবাজার স্টুডেন্ট ফোরাম।
গত শনিবার (২০ আগস্ট) রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গনে 'তথ্য ও সহযোগিতা' কেন্দ্র বসান কক্সবাজার স্টুডেন্ট ফোরাম।
সরেজমিনে দেখা গেছে, রাঙামাটিস্থ কক্সবাজার স্টুডেন্ট ফোরাম রাঙামাটি সরকারি কলেজের প্রাঙ্গণে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেন। শিক্ষার্থীদের সিট পড়েছে বিভিন্ন একাডেমিক ভবনে। তাদের সিট প্লানিং অনুসারে তাদেরকে দেখিয়ে দেওয়া থেকে শুরু করে পরীক্ষার হলে পৌঁছে দিচ্ছেন এই ফোরামের সদস্যরা। তারা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, প্রয়োজনীয় জিনিসপত্র গচ্ছিত রাখেন। এছাড়াও আগত পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও পানির বোতল বিতরণ করা হয়।
জানা গেছে, গত ৩০ জুলাই 'এ ইউনিটের' ভর্তি পরীক্ষার সময় তারা রাঙামাটি শহরের চারটি কেন্দ্রে তথ্য সহযোগিতা কেন্দ্র বসান। ১৩ আগস্ট তারা এই কার্যক্রম চলমান রাখেন। তাছাড়া কক্সবাজার থেকে আগত বিভিন্ন পরীক্ষার্থীদের তাদের বাসায় থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।
পরীক্ষার্থীদের সাথে আসা শরীফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, রাঙামাটি এসে কক্সবাজারের কাউকে পাবো এটা কল্পনার বাহিরে ছিলো। এখন খুব ভাল লাগতেছে। মনে হচ্ছে, নিজের জায়গায় আসছি।
সানজিদা নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার কেন্দ্রের এরিয়াতে কোন কিছু রাখার ব্যবস্থা নেই। দূর থেকে যারা আসছেন, তাদের জন্য খুব কষ্টকর। কিন্তু কক্সবাজার স্টুডেন্ট ফোরাম প্রয়োজনীয় জিনিসপত্র গচ্ছিত রেখেছেন। তা আবার সঠিক ভাবে ফিরিয়ে দিয়েছেন, যার জন্য কৃতজ্ঞ।
সার্বিক কার্যক্রমের বিষয়ে কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সদস্য সাইদ মোহাম্মদ ইরফান উদ্দিন তুষার বলেন, ‘আমরা আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীদের সাধ্যমত সহযোগিতা করার জন্য কেন্দ্র বসালেও বিভিন্ন এলাকা থেকে আগত সকল পরীক্ষার্থীদের সহযোগিতা করেছি। তাদের সাথে নিয়ে আসা জিনিসপত্র (ব্যাগ, ঘড়ি, মোবাইল) সংগ্রহ করে আমাদের হেফাজতে রেখে তাদেরকে পরীক্ষা শেষে আবার ফিরিয়ে দিয়েছি।’
এবিষয়ে স্টুডেন্ট ফোরামের সদস্য খাইরুল আমিন বলেন, নিজ জেলা থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, পানিসহ বিভিন্ন তথ্য সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টায় ছিলাম আমরা। আমাদের এ আয়োজনে যারা পাশে ছিলো তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো।
এসময় কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সদস্য সাইদুস সুহাদা সিহাব, রোমান, আকাশ,রাকিব, আরফাত, শামজীদ, মিছবাহ নাজমুল, তানভীর, জাহেদ, সাইমুম, তায়েফ, মিজান, ছোটনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.