ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং তার স্ত্রী রীতা দাশগুপ্ত।
মঙ্গলবার নমুনা নেওয়ার পর বুধবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে ভর্তি যাচ্ছেন জানিয়ে বৃহস্পতিবার রানা দাশগুপ্ত বলেন, ‘পরশু কভিড টেস্টের জন্য নমুনা নিয়ে যায়। গতকাল রাত ১২টার দিকে জানতে পারি আমি এবং আমার স্ত্রী দুজনই করোনা পজিটিভ।
শারীরিকভাবে কিছুটা দুর্বল জানিয়ে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনজীবী।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.