ভয়েস নিউজ ডেস্ক:
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পেছালো। পরবর্তী শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৩১ আগস্ট) মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আইনজীবীরা খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে আছেন বলে শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আলী হোসেন পরবর্তী শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১৭ জুলাই রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি শেষ করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.