আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) মতাদর্শের সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় একটি প্রাইমটাইম বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
বাইডেন বলেন, মাগা সমর্থকরা দেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিক। মেক আমেরিকা গ্রেট এগেইন মতাদর্শে বিশ্বাসী রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের রাষ্ট্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
বাইডেনের এমন মন্তব্যের সমালোচনা করেছেন শীর্ষস্থানীয় রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। তিনি বলেন, বাইডেন আমেরিকার আত্মাকে মারাত্মকভাবে আহত করেছেন।
গত বছরের জানুয়ারিতে মার্কিন ক্যাপিটলে হামলার কথা স্পষ্ট উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। কোনো সময়েই ছিল না। কখনোই হবে না। মাগা বাহিনী এই দেশটিকে পেছনে নিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্য, ভ্রাতৃত্ব এবং গণতন্ত্র আক্রমণের মুখে। তবে এই হুমকি মোকাবিলা করার ক্ষমতা আমাদের হাতেই রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে, আমরা নিজেদেরকে আশ্বস্ত করেছি যে আমেরিকান গণতন্ত্র স্থায়ী ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আর তা নয়। আমাদের এটিকে রক্ষা করতে হবে। এটিকে রক্ষা করুন। এর জন্য ঐক্যবদ্ধ হন।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তিনি আরও বলেন, আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য দলমত নির্বিশেষে একত্রিত হতে হবে।
ভাষণে আমেরিকার জনগণের অধিকার এবং নির্বাচনের স্বাধীনতা কিভাবে এখনও ‘আক্রমণের শিকার’ সে প্রসঙ্গটিও তুলে ধরেন বাইডেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমেরিকার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের স্বাধীনতা সুরক্ষিত রাখতে চায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.