ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তাঁর স্ত্রী ইসরাত জাহান। রাজধানীর মিরপুর মডেল থানায় ইশরাত জাহানের দেওয়া লিখিত অভিযোগ গতকাল বৃহস্পতিবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গতকালই থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে অভিযোগ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হোসেন প্রথম আলোকে বলেন, ক্রিকেটার আল আমিন হোসেন যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, গত ২৫ আগস্ট আল আমিন তাঁকে মারধর করেন। এ জন্য থানায় অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি আপস করতে চাই, সংসার করতে চাই।’
মামলার বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল রাতে আল আমিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতেই পারে। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি।’ তবে আজ শুক্রবার আল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.