বিনোদন ডেস্ক:
১০ মাস পর শ্যুটিংয়ে ফিরলেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। ‘গলুই’ সিনেমার শ্যুটিং করে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন জনপ্রিয় এই নায়ক। ৯ মাস পর গত ১৭ আগস্ট দেশে ফিরে আসেন তিনি। ওইদিন বিমানবন্দরেই তার ভক্তকুল তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর থেকে তার ভক্ত-শুভাকাক্সক্ষীরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন কাজে এবং শ্যুটিংয়ে ফেরার খবরের।
গত রবিবার একটি বিজ্ঞাপনচিত্রের শ্যুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। পরদিন সোমবার বিকেলে শ্যুটিংয়ে ফেরার খবর জানিয়ে শাকিব তার ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট-ক্যামেরা অ্যাকশনে।’ ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেন তার ভক্তরা। তারা বলছেন, শাকিব খান যে নতুন কিছু করার লক্ষ্যে আবার ফিরছেন ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।
শাকিব খান বলেন, ‘বিজ্ঞাপনের পর সিনেমার শ্যুটিং করব। দেশ ও দেশের বাইরের সিনেমা রয়েছে। এজন্য একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেক দিন পর শ্যুটিংয়ে ফিরে ভীষণ ভালো লাগছে। এত দিন এই পরিবেশটা খুব মিস করছিলাম।’ শাকিব খান বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে আছেন। তাই এই পণ্যের বিজ্ঞাপনে তিনি কাজ করছেন। চলতি সপ্তাহ জুড়ে তিনি বিজ্ঞাপনের শ্যুটিং করবেন বলে জানা গেছে। এতে শাকিবের সহশিল্পী আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
এ ছাড়া ‘মায়া’ সিনেমার জন্য প্রযোজক শাকিব খান দেশে ফিরে গত ২১ আগস্ট তথ্য মন্ত্রণালয়ে হাজির হয়ে অনুদানের অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন এই নায়ক। এবারই প্রথম প্রযোজক হিসেবে ৬৫ লাখ টাকার অনুদান পেলেন তিনি।
গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন শাকিব খান। সেখানকার নাগরিকত্বের আবেদনও করেছেন। নিউ ইয়র্কে থেকেই তিনি ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দেন। যেখানে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
শিগগিরই সিনেমাটির শ্যুটিং শুরু হবে।
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত দুই সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’। শিগগিরই নতুন সিনেমা ‘মায়া’র শ্যুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। এছাড়াও দেশ-বিদেশের অনেকগুলো সিনেমার পরিচালকদের সঙ্গে কথা চলছে। খুব শিগগিরই এগুলোর চূড়ান্ত হবে এবং আগামী বছরে সিডিউল দেয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.