বিনোদন ডেস্ক:
সোশাল মিডিয়ায় খুব জনপ্রিয় দুই বঙ্গকন্যা অন্তরা ও অঙ্কিতা নন্দী। তাদের ব্যালকনি কনসার্ট ভীষণ রকম জনপ্রিয় হয় লকডাউনের সময়। উকুলেলে হাতে ব্যালকনিতে দুই বোনের জ্যামিং সেশনে মজে ছিল নেটপাড়া। বিভিন্ন প্রাদেশিক ভাষায় গান গেয়ে সোশাল মিডিয়া মাতিয়ে দেন এই দুই বং গার্ল।
এবার বড় সুযোগ এলো অন্তরা নন্দীর। এতদিন তিনি ব্যালকনিতে গেয়ে ভাইরাল হয়েছেন। এবার সিনেমায় প্লেব্যাক করতে চলেছেন অন্তরা নন্দী। তা-ও আবার যে সে সিনেমা নয়, মণিরত্নমের 'পোন্নিয়ান সেলভান'-এ।
তবে এর আগে অন্তরাকে দেখা গিয়েছিল জিটিভি সা রে গা মা পা লিটল চ্যাম্পস শো-তে। এ ছাড়াও ২০১৮ সালে এ আর রহমানের ইউটিউব চ্যানেলে অরিজিনা শো এআরভাইভড-এ প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে। অন্তরা ৫০০ কোটির এই মেগা ছবিতে 'আলাইকাডাল' গানটি গেয়েছেন। দর্শকের কাছে ছবির চরিত্রদের পরিচিত ঘটবে এই গানের মাধ্যমে। এ আর রহমানকে বরারই নিজের গুরু বলেই মেনে এসেছেন অন্তরা। তার স্টুডিওতে মণিরত্নমের তত্ত্বাবধানে নিজের প্রথম প্লেব্যাক গানটি রেকর্ড করলেন অন্তরা। ছবিতে সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। অন্তররা গাওয়া গানটির সঙ্গে ভালোবাসা ও বেদনা দুই মিশে রয়েছে।
প্রসঙ্গত, আসামের বাসিন্দা তারা। অন্তরা নন্দী সা রে গা মা পা লিটল চ্যাম্পের টপ থ্রিতে পৌঁছেছিলেন। অন্তরার ছোট বোন অঙ্কিতাও দুর্দান্ত সঙ্গীতশিল্পী। ডুওর 'তাকাইয়াকা মাকাঝুম' এর মধ্যেই সুপার ডুপার হিট। কিছুদিন আগে বাহুবলি টু ছবির 'কানহা সো যা জারা' গানটি শুধুমাত্র উকুলেলে এবং টুল ব্যবহার করে গেয়েছিলেন তারা।
'পোন্নিয়ান সেলভান' ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৭ সালে দক্ষিণী পরিচালক মনিরত্নমের হাত ধরেই বিগ স্ক্রিনে ব্রেক পেয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। দক্ষিণী ছবির অভিনেত্রী হিসাবে দর্শকের দরবারে এলেও বলিউডের একাধিক হিট ছবি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন বচ্চনবধূ। ২০১৮তে ফ্যানি খানে অভিনয় করেন রাই সুন্দরী। তারপর আর কোনো ছবিতে দেখা যায়নি। এবার নন্দিনী হয়ে ফিরবেন ঐশ্বর্য। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। রানি নন্দিনী ও তার মা মন্দাকিনী দেবী দ্বৈত চরিত্রে অভিনয় করবেন।
সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিক্রম, কার্থি, ত্রিশা, কৃষ্ণান, প্রকাশ রাজ, জয়ারাম, জায়াম রাভি-এর মতো একঝাঁর তারকাকে। সূত্র : বলিউডলাইফ ডটকম
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.