ভয়েস নিউজ ডেস্ক:
গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় শনিবার প্রধানমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। বৈঠকের একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
সাধারণত রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ নানা ইস্যু নিয়ে সম্প্রতি ভারত সফর করেন তিনি। এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অবশ্য দাবি করছে, এই সফরে বাংলাদেশ কিছুই পায়নি। ক্ষমতা ধরে রাখতেই ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যা চাওয়া হয়েছে তাই দিয়েছে দেশেটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবারের সংবাদ সম্মেলনে সরকার প্রধান আলোচিত এই ভারত সফর নিয়েই কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
জেলা পরিষদ চেয়াম্যান পদে ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে শনিবার গণভবনে ওই বৈঠক ডাকা হয়। বৈঠকে ৬১ জেলার জেলা পরিষদ চেয়াম্যান পদের মধ্যে ৬০ জেলায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগ। এ ছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
তালিকায় থাকা সাতক্ষীরা জেলায় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে কেনো মনোনয়ন দেওয়া হয়নি তার কারণ জানা যায়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.