‘মিস বিউটি’ হয়ে এলেন জয়া
বিনোদন ডেস্ক:
হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার! হ্যাঁ ভাই, বানিয়া শান্তার মাঠে ঐতিহ্যবাহী মেলা। মিস বিউটির ভেল্কি ‘দ্য বিউটি সার্কাস’!- প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুর কণ্ঠে এমন আমন্ত্রণই শোনা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’র ট্রেলারে। গত শনিবার রাতে ২০১৪-১৫ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশিত হয়।
ট্রেলারে দেখা গেল সেইসব দৃশ্য- যা বাংলা চলচ্চিত্রে আগে কখনো দেখেনি দর্শক। দেশের আবহমান সার্কাসশিল্প নিয়ে মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’- পর্দায় যেন ফিরিয়ে আনতে চলেছে সেই আনন্দযজ্ঞ। যেখানে থাকছে চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফরম্যান্স। এ চলচ্চিত্রের মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড় পর্দায় উপস্থিত হচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিউটি সার্কাস দলের অধিপতি তিনি। সার্কাসের বিভিন্ন কঠিন সব পারফরম্যান্সে অংশ নিতে দেখা গেছে জয়াকে। ‘হয়ে যাও হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ভোর’- শারমিন সুলতানা সুমির কণ্ঠে ট্রেলারে ব্যবহৃত চলচ্চিত্রের দুই লাইনের গানে দেখা গেছে ‘বিউটি’ জয়ার নির্মল এক রূপ।
টেনশন জাগানিয়া মিউজিকের আড়ালে হঠাৎ শোনা যায়- মেলা বন্ধ! হঠাৎ খুন হয় কেউ! কে এই কালো হাত? পুড়ে যাওয়া সার্কাসের আগুনের লেলিহান শিখার সামনে বসে থাকতে দেখা গেল অগ্নিকন্যা বিউটিকে। নির্মাতা মাহমুদ দিদার বলেন, যতটুকু আয়োজন ও পরিকল্পনা নিয়ে চলচ্চিত্রটির যাত্রা শুরু করেছিলাম তার কিছুটা হয়তো ধরতে পেরেছি ফ্রেমে। সিনেমার পর্দায় দর্শকের জন্য উপভোগের যথেষ্ট রসদ আছে এ ছবিতে। সকলকে আমন্ত্রণ জানাই ২৩শে সেপ্টেম্বর হলে এসে চলচ্চিত্রটি উপভোগ করার জন্য।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.