শাহীন মাহমুদ রাসেল:
কক্সবাজারের রামু উপজেলায় অভিনব কায়দায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে ফঁতেখারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দ্বীপ ফঁতেখারকুল এলাকার সৌদি প্রবাসী আবছার কামালের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
রামু থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে।
প্রবাসী আবছার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার তিনিসহ পরিবারের ৩ সদস্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত সাড়ে ৩ টার দিকে ঘুম ভাঙলে বাড়ীর সব দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, রান্নাঘরের দরজা কৌশলে খুলে ভেতরে ঢোকে দূর্বৃত্তরা। তারা আলমারির দরজা খুলে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিছানায় থাকা দুটি মোবাইলসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এমনকি আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও হাতিয়ে নেয় তারা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খাইয়ের বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শনের জন্য পুলিশের একটি টিম পাঠিয়েছি, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.