বিশেষ প্রতিবেদক:
উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাত ৮টার দিকে সাংসদ বদির প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন সাংসদ বদি। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। কিছুদিন আগে সাংসদ বদি জ্বর ও মাথা ব্যাথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে স্বপরিবারে বাড়িতে অবস্থান করে করোনা পরিক্ষার জন্য স্যাম্পল পাঠান কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এতে তার করোনা পজিটিভ আসলেও স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।
হেলাল উদ্দিন জানান, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি শারিরীকভাবে এখনো সুস্থ আসেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া নিয়েছেন। তবে কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নিবেন সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.