শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কর্মসংস্থান ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ১০৫ কোটি ডলারের ঋণ

ভয়েস নিউজ ডেস্ক:

মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির পাশাপাশি করোনাভাইরাস মহামারীর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ১০৫ কোটি ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

আজ শনিবার এক প্রেস বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশকে কভিড-১৯ (করোনভাইরাস) মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করার পাশাপাশি ভবিষ্যতে সংকট মোকাবেলা করার লক্ষ্যে তিনটি প্রকল্পের জন্য এ অর্থ অনুমোদন করেছে।

প্রকল্প তিনটি হল- প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল প্রজেক্ট (পিআরআইডিই)। এই প্রকল্প ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পে ২৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। এছাড়া সেকেন্ড জব প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পে ২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে। এ তিনটি প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারকে যেমন সহযোগিতা করবে তেমনি দেশের মানুষের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মেরসি টেমবোন বলেছেন, মহামারি পরিস্থিতিতে এই অর্থায়নের ঘোষনা অসাধারণ প্রতিক্রিয়া। কভিড-১৯ মহামারীটি দারিদ্র্য নিরসন ও জনমিতির সুবিধার সমৃদ্ধিতে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য অর্জনকে গভীরভাবে বিপদে ফেলেছে। এই প্রকল্পগুলি ডিজিটাল অর্থনীতির ভিত্তি বাড়ানোর সাথে সাথে আরও বেশি উন্নত কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগর মাধ্যমে অর্থনীতিকে ফিরে আসতে সহায়তা করবে।

গতকাল শনিবার বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, এই ঋণের ফলে কমপক্ষে আড়াই লাখ তরুণের কর্মসংস্থান হবে। এছাড়া বেসরকারি বিনিয়োগ ২ বিলিয়ন ডলার হবে। পাশাপাশি সরকারের প্রতিবছর ২০ কোটি ডলার সাশ্রয় হবে। এই অর্থায়নের মধ্যে ৫০ কোটি ডলার দেওয়া হবে বেসরকারি বিনিয়োগ ও ডিজিটাল উদ্যোক্তা তৈরি শীর্ষক প্রকল্পে। এই ঋণ থেকে মূলধন নিয়ে দেশের সফটওয়ার পার্ক আর ইপিজেডে ২ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ হবে। এর মাধ্যমে দেশে প্রায় দেড় লাখ কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি করবে। কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য অংশ হবে নারী। যার ৪০ শতাংশ সফটওয়ার পার্ক এবং ২০ শতাংশ ইপিজেডে হবে।

এছাড়া অর্থনীতি ও ডিজিটাল সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করা বিষয়ক প্রকল্পে ২৯ কোটি ৫০ লাখ ডলারের প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টিসহ ১ লাখ তরুণকে আইটির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সরকারের ২০ কোটি সাশ্রয়সহ অতিরিক্ত ৩০ কোটি ডলার রাজস্ব আয় হবে। বিশ্বব্যাংক এই দুটি প্রকল্প ঋণ ছাড়াও বাজেট সহায়তা হিসেবে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। যা সরকারকে কোভিড-১৯ এর ক্ষতি থেকে অর্থনীতিকে টেনে তুলতে তার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। সূত্র:বণিকবার্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION