আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে সাবেক একজন পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী। হামলাকারী এখনও পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিবিসির খবরে বলা হয়, থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরা রয়েছেন। পুলিশের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ওই হামলা চালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
থাইল্যান্ডের পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে জানিয়েছেন, গুলিতে ৩১ জন নিহত হয়েছেন।
থাই পুলিশ বন্দুকধারীকে শনাক্ত করেছে বলে জানিয়েছে বিবিসি। থাই পুলিশ এর আগে তাদের ফেসবুক পেজে বন্দুকধারীকে ৩৪ বছর বয়সী পানিয়া কামরাব বলে শনাক্ত করেছিল। পুলিশ জানায়, পানিয়া কামরাব একটি সাদা পিক-আপ ট্রাকে ডেকেয়ার সেন্টার থেকে পালিয়ে গেছে।
এর আগে ২০০০ সালে দেশটির নাখোন রাতচাসিমা শহরে একজন সৈন্যের গুলিতে ২১জন প্রাণ হারিয়েছিলেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.